মির্জানগর তৌহিদ একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন -এর পথ চলা

ফেনী জেলার পরশুরাম উপজেলার ১নং মির্জানগর ইউনিয়নের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ হচ্ছে মির্জানগর তৌহিদ একাডেমী। ১৯৫৭ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তিগণ শিক্ষা লাভ করে রাস্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন।

বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একই ছায়াতলে নিয়ে আসার লক্ষ্যে ২০১৬ সালে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘প্রাক্তন ছাত্র-ছাত্রী (মির্জানগর তৌহিদ একাডেমী)’ এর যাত্রা শুরু হয়। স্যোশাল মিডিয়ার সেই গ্রুপে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অভূতপূর্ব সাড়া মেলে। সমাজের বিভিন্ন স্তরের সেইসব প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি স্থায়ী প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যয়ে এই ‘মির্জানগর তৌহিদ একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে।

এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্কুলের কল্যানে কাজ করাই আমাদের মুল উদ্দেশ্য। আশাকরি, এই স্কুল থেকে শিক্ষা গৃহণ করে সমাজে আজ আমরা যে যেই পর্যায়ে আছি সবাই এই প্লাটফর্মে নিজেকে যুক্ত করব।

আমাদের সম্পর্কে

যাদের পদচারনায় একদিন মির্জানগর তৌহিদ একাডেমির প্রাঙ্গন মুখরিত ছিল, সেসব প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে MTAAA এর পথচলা। আমরা বিশ্বাস করি বিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বের হয়ে যাওয়ার সাথে সাথে সকল সম্পর্ক শেষ হয়ে যায় না। তাই আমরা সেই সম্পর্কগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে MTAAA গঠন করেছি।

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্পর্ককে আরও দৃঢ় করব। যাতে সবাই সবার খোঁজ খরব নেয়, বিপদে আপদে এগিয়ে আসে। আমরা সবাই মিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিদ্যালয়ের কল্যানে কাজ করব।

ব্লগ

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

সাম্প্রতিক ইভেন্টসমূহ:

১ম পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত।

১ম পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত।

মির্জানগর তৌহিদ একাডেমী এর ১ম পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে বিগত ১২ এপ্রিল, ২০২৪ তারিখ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলনায়তনে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত...

read more
মির্জানগর তৌহিদ একাডেমী’র এসএসসি ২০০৩ ব্যাচ কর্তৃক পুনর্মিলনীর সফল আয়োজন।

মির্জানগর তৌহিদ একাডেমী’র এসএসসি ২০০৩ ব্যাচ কর্তৃক পুনর্মিলনীর সফল আয়োজন।

মির্জানগর তৌহিদ একাডেমী'র এসএসসি ২০০৩ ব্যাচ কর্তৃক গত ১২ই এপ্রিল (ঈদুল ফিতরের পর দিন) এম. আর. রাবার বাগানে জাঁকজমকপূর্ণভাবে দিনব্যাপী ২১ বছর...

read more