মির্জানগর তৌহিদ একাডেমী’র এসএসসি ২০০৩ ব্যাচ কর্তৃক গত ১২ই এপ্রিল (ঈদুল ফিতরের পর দিন) এম. আর. রাবার বাগানে জাঁকজমকপূর্ণভাবে দিনব্যাপী ২১ বছর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো রমজান মাস জুড়ে চলে উক্ত ব্যাচের রেজিস্ট্রেশন কার্যক্রম। ৫১ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য সহ এই অনুষ্ঠানের জন্য সর্বমোট রেজিস্ট্রেশন সম্পন্ন করেন ৯০ জন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুজ্জামান ভুট্টু এবং ২০০৩ সময়কার পাঠদানকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জানগর তৌহিদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর, সিনিয়র শিক্ষক আবু তাহের, আব্দুল মোতালেব মিল্লাত, আব্দুর রাজ্জাক, আবুল খায়ের দাউদ ও মাওলানা রফিক সহ শতাধিক ব্যক্তিবর্গ।
আব্দুল মোতালেব মিল্লাত স্যার তার বক্তব্যে বলেন, “আমার শিক্ষকতা জীবনের ২৬ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কেউ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে পারেনি। তোমরা সর্বপ্রথম এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে দেখিয়ে দিয়েছো। তোমাদেরকে অনুসরণ করে আগামীতে অনেকেই হয়তো এরকম অনুষ্ঠানের আয়োজন করবে”।
সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর স্যার বলেন, “আমি অত্যন্ত আনন্দিত তোমাদের এরকম একটি গোছানো আয়োজন দেখে। এ আয়োজনের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই। তোমরা ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা ইতিহাস সৃষ্টি করে দিয়েছো। এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তোমাদের সকলের জন্য দোয়া রইল”।
এর আগে ঐদিন সকাল ৯ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দিনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তারপর উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রী সবাই মিলে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের নাম, ছবি ও নিজস্ব লোগো সম্বলিত টিশার্ট, আইডি কার্ড, মগ, ব্যাগ ও চাবির রিং বিতরণ করা হয়।
দীর্ঘ ২১ বছর পর শিক্ষার্থীরা একে অপরকে দেখতে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই দীর্ঘ ২১ বছরে যেসব শিক্ষক ও শিক্ষার্থী পরলোক গমন করেছেন, পরকালে তাদের শান্তির জন্য দোয়া করা হয়।
সকালের নাস্তা, দুপুরের মধ্যাহ্ন ভোজ, বিকালের নাস্তা সহ বিভিন্ন খেলাধুলা ও রাফেল ড্র এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।
